দোহারে গ্যারেজ থেকে মালিকের লাশ উদ্ধার

ঢাকার দোহারে মো. শহিদ (৪০) নামে এক রিকশা গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মো. শহিদ চর লটাখোলা এলাকার করম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজ মালিক শহিদ প্রতিদিনের মত শুক্রবার তার গ্যারেজে ঘুমিয়ে পরেন। শনিবার সকাল সাড়ে ৭টায় রিফাত নামে এক যুবক গ্যারেজে গাড়ি নিতে আসেন। এসময় শহিদ ঘুমিয়ে রয়েছে ভেবে তাকে জাগানোর চেষ্টা করেন রিফাত। ডাকার পরও শহিদ সজাগ না হওয়ায় পাশ্ববর্তী দোকানদের ডেকে আনার পর তারা বুঝতে পারেন শহিদ মারা গেছেন। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার থানায় নিয়ে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান গ্যারেজ থেকে একটি রিক্সা ও চারটি রিক্সা থেকে ১৬টি ব্যাটারি চুরি হয়েছে। রিক্সা ও ব্যাটারির চুরির জন্য শহিদকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন তারা।

দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *