আওয়ামী যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য মোয়াজ্জেম গ্রেপ্তার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে নবাবগঞ্জ থানার ওসি মুমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামের বাসিন্দা।

ওসি মুমিনুল ইসলাম জানান, মোয়াজ্জেমের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টার দুটি মামলা রয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত ৩ ও ১৭ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় ওই মামলা দুটি হয়েছে।

এ মামলায় মোয়াজ্জেমকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় তিনদিনের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওই মামলার প্রথমটির তদন্ত কর্মকর্তা সোহেল মোল্লা জানান, গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে সাতদিনের রিমান্ড চেয়ে মোয়াজ্জেমকে ঢাকার আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম সোহাগ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হয়। এরপর নবাবগঞ্জে দলের কোনো জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেমই প্রথমে গ্রেপ্তার হলেন।

এছাড়াও এই একই মামলায় ২২ অক্টোবর (সোমবার) রাতে নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের বিলপল্লীর চর খলসির নিজ বাসা থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলমকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *